ক্রিকেট থেকে দূরে সরে গেলেন শেন ওয়ার্ন

ক্রিকেট থেকে দূরে সরে গেলেন শেন ওয়ার্ন

shaneক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন অস্ট্রেলিয়ান ক্রিকেট গ্রেট শেন ওয়ার্ন। ঘরোয়া টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে আর খেলবেন না বলে নিশ্চিত করেছেন মেলবোর্ন স্ট্রারসের এই তারকা ক্রিকেটার।

লর্ডসে গত শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল হল অব ফেমে অভিষিক্ত এই লেগ স্পিন লিজেন্ড প্রথম দুই মৌসুমে দলীয় পারফরমেন্সে দারুণ অবদান রাখেন। এখন ব্যস্ততার কারণে মাঠকে বিদায় বললেন এই ৪৩ বছর বয়সী।

তিনি বললেন, ‘আমি মনে করি বিগ ব্যাশে জুতোজোড়া তুলে রাখার এখনই সঠিক সময়। ব্যবসা বাণিজ্য, পরিবার ও দুই মহাদেশে ধারাভাষ্য সবকিছু একসঙ্গে করা কঠিন।’

বিগ ব্যাশে দলের দায়িত্বে ক্যামেরুন হোয়াইটে আস্থা রাখছেন টেস্ট ক্রিকেটে প্রথম ৭০০ উইকেটের মালিক, বললেন; ‘আমি এই খেলা সবসময় ভালোবেসেছি, কিন্তু এখন পর্যবেক্ষণ করার সময়। ক্যামেরুন (হোয়াইট) ও তার দলের জন্য অনেক শুভকামনা থাকল।’

প্রথম দুই মৌসুমে দলে ওয়ার্নেও  প্রভাবকে বড় করে দেখছেন মেলবোর্ন স্টার্স প্রধান কোচ গ্রেগ শিপার্ড,‘ড্রেসিংরুমে শেনের সঙ্গে মতবিনিময় করাও অনেক ভালো কিছু। তার একক ও ব্যতিক্রমী দক্ষতাও পরবর্তী প্রজন্মের জন্য পাথেয় হয়ে থাকবে।’

উল্লেখ্য, ১৯৯২ থেকে টেস্ট অভিষেকের পর ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ওয়ার্ন। এরপর ভারত ও অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্টে পারফরমেন্স ধরে রেখেছিলেন এই লেগ স্পিন লিজেন্ড।

অন্যান্য