রমজান মাসে নারীর একাকী কেনাকাটা নিষিদ্ধ ঘোষণা

রমজান মাসে নারীর একাকী কেনাকাটা নিষিদ্ধ ঘোষণা

womanরমজান মাসে নারীদের একাকী কেনাকাটা সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের ধর্মীয় নেতারা।
শনিবার পাকিস্তানের এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে সৌদি গেজেট এ তথ্য জানায়।

খাইবার পখতুনখাওয়া প্রদেশের কারাক জেলার পুলিশ কর্মকর্তা ফজল হানিফ বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, পবিত্র রমজান মাসে নারীদের কাছ থেকে পুরুষদের ‘দূরে রাখতেই’ কারাক জেলার ধর্মীয় নেতারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

পুলিশ আরও জানায়, পুরুষ সঙ্গী ছাড়া কোনো নারী একা কেনাকাটা করতে গেলে তাকে গ্রেফতার করা হবে। এছাড়া ওই নারীর কাছে পণ্য বিক্রির অভিযোগে দোকানীকেও শাস্তি দেওয়া হতে পারে বলে জানান তিনি।

আন্তর্জাতিক