পরীক্ষা শেষের নির্ধারিত ৬০ দিনের মধ্যে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে না
এবারের অনুষ্ঠিত এইচএসসিতে বেশ কয়েকটি পরীক্ষার সময়সূচি হরতাল ও রাজনৈতিক অস্থিরতার কারণে পিছিয়ে যায়।
সম্প্রতি যুদ্ধাপরাধীদের বিচারের রায়কে কেন্দ্র করে হরতাল ও রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে ফল প্রকাশের কাজ ব্যাহত হয়েছে। এসব কারণে পিছিয়ে যাচ্ছে এইচএসসির ফল প্রকাশ।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগমের সাথে ফল প্রকাশের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘ফল প্রকাশের প্রক্রিয়া এখনও চলছে। প্রক্রিয়া শেষ হলে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ফল প্রকাশের প্রস্তাব দেব। তবে সবকিছু মিলিয়ে এবার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ হচ্ছে না, এটা বলা যায়।’
আগামী ৩ আগস্ট ৬০ দিন পূর্ণ হচ্ছে বলেও জানান তিনি।
গত ১ এপ্রিল থেকে সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। বিরোধী দলের ডাকা একের পর এক হরতালের কারণে এবার ৪১টি বিষয়ের পরীক্ষা পরিবর্তন করে পুনর্নির্ধারিত তারিখে নিতে হয়েছে।
উল্লেখ্য, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী গত ৩ জুন তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়।