কুমার সাঙ্গাকারার ব্যাটিংয়ের সাফল্যেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রানের ব্যবধানে লঙ্কানদের এটাই সবচেয়ে বড় জয়। ১৩৭ বলে ১৬৯ রান, ১৮টি চার, ছক্কা ৬টি। সাবেক অধিনায়কের ব্যাটিংয়ের প্রতিপক্ষকে পিষ্ট করে শনিবারের প্রথম ওয়ানডেতে সহজেই ১৮০ রানে জিতেছে শ্রীলঙ্কা। মঙ্গলবার পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে একই ভেন্যু কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে।
টস হেরে ব্যাট করতে নামা স্বাগতিকদের ৫ উইকেটে ৩২০ রানের বিশাল সংগ্রহ এনে দেয়ার কৃতিত্ব ওয়ানডেতে ষোড়শ শতকের দেখা পাওয়া সাঙ্গাকারা। চতুর্থ ওভারে মাঠে নেমে ৪৯তম ওভারে আউট হওয়া এই বাঁহাতি শুরুতে ধীরে-সুস্থে খেললেও সময়ের সঙ্গে-সঙ্গে চড়াও হন বোলারদের ওপরে।
তাই তার শেষ ১০৩ রান আসে মাত্র ৪৬ বল থেকে। ঘরের মাঠে এটাই কোনো শ্রীলঙ্কান ব্যাটসম্যানের সর্বোচ্চ ওয়ানডে ইনিংস।
অসাধারণ ইনিংসটার সুবাদে মিসবাহ-উল-হকের (৬৯২) পর এ বছর ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন সাঙ্গাকারা। ৭৫.৫৫ গড়ে তার রান ৬৮০।
উপুল থারাঙ্গার (৪৩) সঙ্গে ৭০, মাহেলা জয়াবর্ধনের (৪২) সঙ্গে ৭৪ ও লাহিরু থিরিমান্নের (১৭) সঙ্গে ১২৩ রানের তিনটি ভালো জুটিও দলকে উপহার দেন সাঙ্গাকারা।
জবাবে লাসিথ মালিঙ্গার করা প্রথম বলেই কলিন ইনগ্রামের বোল্ড দিয়ে দক্ষিণ আফ্রিকানদের বিপর্যয়ের শুরু। এরপর থিসারা পেরেরা ও রঙ্গনা হেরাথ উইকেট নেয়ার প্রতিযোগিতায় মেতে উঠলে মাত্র ১৪০ রানেই অলআউট হয়ে যায় অতিথিরা। দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে রাসেল ডোমিঙ্গো তাই অভিষেকে বিশাল হারের বেদনায় নীল!
তিনটি করে উইকেট নেন হেরাথ ও পেরেরা।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা:
৫০ ওভারে ৩২০/৫ (থারাঙ্গা ৪৩, দিলশান ১০, সাঙ্গাকারা ১৬৯, জয়াবর্ধনে ৪২, থিরিমান্নে ১৭, পেরেরা ১৬*, চান্দিমাল ১*; মরকেল ২/৩৪, ফাঙ্গিসো ১/৫০, ম্যাকলারেন ১/৬৯, মরিস ১/৮০)
দক্ষিণ আফ্রিকা:
৩১.৫ ওভারে ১৪০ (ইনগ্রাম ০, আলভিরো ২৯, ডুমিনি ১৫, ডি ভিলিয়ার্স ২৩, দু প্লেসি ৪, মিলার ১৪, পিটারসন ২৯, ম্যাকলারেন ৪, মরিস ৯*, মরকেল ০, ফাঙ্গিসো ০; হেরাথ ৩/২৫, পেরেরা ৩/৩১, দিলশান ২/১১, মালিঙ্গা ১/২১, এরাঙ্গা ১/২৭)