ঈদ উপলক্ষে সকল গার্মেন্টস শিল্পের শ্রমিকদের বেতন-বোনাস আগামী ৬ আগস্টের মধ্যে পরিশোধর জন্য সংশ্লিষ্ট শিল্প মালিকদের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর।
আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গার্মেন্টস শিল্পমালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মালিকরা যাতে করে নির্দিষ্ট সময়ে বেতন-বোনাস পরিশোধ করতে পারে এ জন্য বিদেশ থেকে আসা অর্থ সময়মতো দিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হয়েছে।
মহীউদ্দিন খান আলমগীর আরও বলেন, কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতির যাতে তৈরি না হয় এ জন্য গার্মেন্টস শিল্প মালিকদের নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি বেতন-ভাতা পরিশোধোর তথ্য নিবন্ধিত করার জন্য বিজিএমইএ ভবেনে একটি সমন্বয় সেল গঠন করা হয়েছে বলেও জানান তিনি।