উজান থেকে নেমে আসা পানিতে আবারো কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিন্মাঞ্চলের ৪০ টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানি বন্দি হয়ে আছে ১০ হাজার মানুষ।
গত ৪৮ ঘণ্টায় ধরলা নদীর পানি সেতু পয়েন্টে ৬১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার সামান্য নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন করে প্লাবিত হয়েছে সদর উপজেলার ভোগডাঙ্গা, হলোখানা, যাত্রাপুর, পাচগাছী ও মোগলবাসা ইউনিয়নের চর ও নিম্নাঞ্চলের আরও ৪০ টি গ্রাম।
এসব গ্রামের কাঁচা সড়ক তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে কুড়িগ্রাম এলাকার মানুষজন।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘণ্টায় ধরলা নদীর পানি সেতু পয়েন্টে ১৫ সেন্টিমিটার, তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে ৪ সেন্টিমিটার, চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি ৭ সেন্টিমিটার এবং নুন খাওয়া পয়েন্টে ২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।