জামায়াত-শিবিরকে সন্ত্রাসী দল আখ্যায়িত করে নির্বাচন কমিশনের নিকট তাদের নিবন্ধন বাতিলের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।
বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিইউস্থ কার্যালয়ে যুবলীগ এর উদ্দ্যোগে আয়োজিত এক বর্ধিত সভায় তিনি এ আহ্বান জানান।
এ সময় হানিফ বলেন, এ সরকারের ব্যপক সার্থকতার পাশাপাশি ব্যর্থতাও আছে। তাদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে তারা তাদের সার্থকতার প্রচার করেনি। আর তাই এত ভালো কাজ করার পরেও সিটি র্কপোরেশন নির্বাচনে হারতে হয়েছে।
তিনি বলেন, বিরোধী দল আওয়ামীলীগের দুর্বলতা নিয়ে জনগণের কাছে তাদের নামে অপপ্রচার করেছে। যার কারণে জনগণ এখন মনে করে সরকার পদ্মা সেতুর টাকা লুট করে খেয়েছে। কিন্তু এ কথা সম্পূর্ন মিথ্যা।
রায়ের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি যুদ্ধাপরাধীদের রায়ে কোন মন্তব্য করেনি। কেননা তারা এই যুদ্ধাপরাধীদের নিয়েই ৩০ -৩২ বছর ধরে ঘর সংসার করে যাচ্ছে। তারা যুদ্ধাপরাধীদের বিচার চায় না। বরং তারা বার বার এ যুদ্ধাপরাধীদের বিচারে বাধা দিয়েছে।
তিনি কর্নেল ওলি আহমেদের কথা উল্লেখ করে বলেন, ‘এক সময় আপনিই বেগম জিয়া এবং তার পুত্র কে চোর বলেছিলেন। কিন্তু আজকে আবার তার পাশে বসে একসাথে ইফতার করছেন। তাহলে কেন আজ আপনি আজকে এই চোরের পাশে? আপনি কি আপনার কথা প্রত্যাখান করেছেন? নাকি অন্য কিছুর আসায় আছেন?’