আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সাজাপ্রাপ্তরা নির্বাচনে অংশ নিতে পারবে না

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সাজাপ্রাপ্তরা নির্বাচনে অংশ নিতে পারবে না

kajiপ্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সাজাপ্রাপ্তরা নির্বাচনে অংশ নিতে পারবে না। এতে সাজাপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন নিয়ে রায়ের কপি না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।

বৃহস্পতিবার শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

রকিবউদ্দিন জানান, ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত বা দোষী প্রমাণিতরা যাতে কোনো নির্বাচনে অংশ নিতে না পারে সে জন্য আমরা এই ধরনের আইন নিয়ে আলোচনা করেছি।

আন্তর্জাতিক আদালত জামায়াতকে সন্ত্রাসী সংগঠন বলায় এই দলের নিবন্ধন থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এই ব্যাপারে রায়ের কপি না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।

বিএনএফ নামক রাজনৈতিক দলের নিবন্ধনের ব্যাপারে বিভিন্ন দলের আপত্তি থাকা শর্তেও তাদের নিবন্ধন দেয়া হবে কিনা জানতে চাইলে সিইসি বলেন, আমরা এখনো মাঠ পর্যায়ে যাচাইয়ের কাজ করছি। এরপর তাদের শর্ত পূরণ হলে আমরা পত্রিকায় গণবিজ্ঞপ্তি দেবো। তখন কেউ আপত্তি করলে আমরা বিবেচনা করবো।

উল্লেখ্য, ১৯৭৩ এর দালাল আইনে সাজাপ্রাপ্ত ব্যক্তিরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে উল্লেখ আছে।  তবে ওই আইনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কথা উল্লেখ নেই তাই নতুন করে ১৯৭৩ আইনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তিরা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারার কথাটি প্রতিস্থাপিত হবে।

বাংলাদেশ শীর্ষ খবর