কোটাবিরোধী আন্দোলনের নামে যারা ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : প্রধানমন্ত্রী

কোটাবিরোধী আন্দোলনের নামে যারা ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : প্রধানমন্ত্রী

hasina৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কোটা নিয়ে শাহবাগ ও দেশের বিভিন্ন স্থানে ভাঙচুরকারীদের ছবি আমাদের কাছে আছে। ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মৌখিক পরীক্ষার সময় ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, কোটা পদ্ধতি দীর্ঘদিন ধরে চলে আসছে। মেয়েদের কোটা আছে। তারা চাকরি পাবে না? মুক্তিযোদ্ধাদের পাওয়ার পথ বন্ধ করে দেবো? মুক্তিযোদ্ধারা জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ না করলে কয়জন চাকরি পেতো?

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবি তুলে একদল বিসিএস পরীক্ষার্থী আন্দোলনে নেমেছে। তারা বলছে, কোটা থাকার কারণে মেধাবীরা বঞ্চিত হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে বক্তব্যে তিনি একথা বলেন।

হেফাজতে ইসলামের আন্দোলনে বিএনপির সমর্থন আছে বলে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় না আসলে দেশের লাখ লাখ পোশাক শ্রমিক চাকরি হারাবে।

তিনি বলেন, হেফাজতের আমির আহমদ শফী  নারীদের পোশাক কারখানায় চাকরি না দিতে পরামর্শ দিয়েছেন।

গণজাগরণবিরোধী হেফাজত যে ১৩ দফা দাবি তুলেছে, তাতে নারী-পুরুষের এক সঙ্গে বিচরণ বন্ধ করতে বলা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

৫ মে ঢাকায় হেফাজতের সমাবেশে প্রধান বিরোধী দল বিএনপির সমর্থন ছিল বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ওইদিন রাতে হেফাজতকে মতিঝিল থেকে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সমালোচনাও করে আসছে তারা।

শেখ হাসিনা বলেন, এখন নারীদের নিয়ে অনেক কথা শুনতে হচ্ছে। মেয়েদের আয়-উপার্জনের পথ বন্ধ করার চেষ্টা চলছে। আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে না পারলে লাখ লাখ গার্মেন্টস কর্মী চাকরি হারাবে।

শেখ হাসিনা বলেন, ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের সাজার রায় প্রত্যাখ্যান করে এ পর্যন্ত প্রতিবারই হরতাল ডেকেছে দলটির নেতারা। গোলাম আযম ও আলী আহসান মুজাহিদের রায় প্রত্যাখ্যান করেও এ সপ্তাহে হরতাল ডাকে জামায়াত।

প্রধানমন্ত্রী আরও বলেন, ইসলামের নামে যারা রাজনীতি করে তারা রোজার মাসে কীভাবে হরতাল দেয়?

বাংলাদেশ শীর্ষ খবর