নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় মঙ্গলবার বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার সকালে রায় ঘোষণার দিনক্ষণ ঠিক থাকলেও মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সে খবর জানতে পারেনি নারায়ণগঞ্জ কারাগারে বন্দী মুজাহিদ। তবে বিকেল সাড়ে ৫টার পর আলী আহসান মুজাহিদকে রায় দেওয়ার খবরটি জানানোর আধাঘণ্টা পর বিকেল ৬টায় কড়া নিরাপত্তায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।
সোমবার দলের সাবেক আমীর গোলাম আজমের রায় ঘোষণার পর মঙ্গলবার তিনি বিষয়টি জানতে পারলেও নিজের রায়ের বিষয়টি জানতে না পারায় দিনটি তার কেটেছে অন্য দিনের মতই ছিল।
২০১০ সালের ২৯ জুন আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। ওই বছর ২ অগাস্ট তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত বছরের ১২ ডিসেম্বর নারায়ণগঞ্জ কারাগারে আনা হয় মুজাহিদকে। এর পর থেকে তাকে এ কারাগার থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগার সহ যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালে আনা নেওয়া করা হতো।
নারায়ণগঞ্জ কারাগারের একটি সূত্র জানিয়েছেন, কারাগারে ডিভিশন পেয়েছেন মুজাহিদ। নারায়ণগঞ্জ কারাগারে তিনি নিয়মিত নামাজ আদায় করেন। এছাড়া তিনি রোজাও রাখেন।
বাচ্চু রাজাকারের প্রথম রায় ঘোষণার পরে কারাগারে মুজাহিদ কিছুটা বিমর্ষ হয়ে পড়েন। পরে সবশেষ সোমবার গোলাম আজমের রায় ঘোষণার পর বিষয়টি মঙ্গলবার পত্রিকা মারফত জানেন। তবে তাকে এদিন খুব বেশী বিচলিত হতে দেখা যায়নি।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার মোস্তাফিজুর জানান, নারায়ণগঞ্জ কারাগারে সুস্থ ছিলেন মুজাহিদ।
তিনি মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত রায়ের খবর জানতে পারেনি। পরে কেন্দ্রীয় কারাগার থেকে নথিপত্র আসার পর তাকে আমরা বিষয়টি জানিয়েছিলাম। পরে সন্ধ্যা ৬টায় কড়া নিরাপত্তা ব্যবস্থায় মুজাহিদকে একটি প্রিজন ভ্যানে করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, মঙ্গলবার দুপুরে জানানো হয়েছিল মুজাহিদকে ঢাকা নেওয়া হবে। কিন্তু আনুসাঙ্গিক নথিপথ আসার পরে তাকে ঢাকা নেওয়ার প্রস্তুতি নেওয়া হলেও পুরো বিষয়টি গোপন রাখা হয়।