একাত্তরের মানবতাবিরোধী অপরাধের ঘটনায় জামায়াত নেতা গোলাম আযমের বিচারের মাধ্যমে দেশবাসীর প্রত্যাশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
এক তথ্যবিবরণীতে আইনমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত গোলাম আযমকে জেরা ও আত্মপক্ষ সমর্থনের সমস্ত সুযোগ দিয়ে দীর্ঘ শুনানির পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় দিয়েছে।
আইনমন্ত্রী বলেন, বিচারের স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রেখে এ রায় হয়েছে। বিচারের মান নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই।
অন্যদিকে আইন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ কামরুল ইসলাম সাংবাদিকদের কাছে দেয়া তার প্রতিক্রিয়ায় বলেন, গোলাম আযমের বিরুদ্ধে যে রায় দেয়া হয়েছে তাতে অসন্তুষ্ট হওয়ার কারণ দেখি না।
আইন প্রতিমন্ত্রী সাংবাদিকদের কাছে দেয়া তার প্রতিক্রিয়ায় বলেন, গোলাম আযমের বিরুদ্ধে যে রায় দেয়া হয়েছে তাতে অসন্তুষ্ট হওয়ার কারণ দেখি না।
তিনি বলেন, রায়ে গোলাম আযমকে একাত্তরের ঘাতকদের শিরোমণি বলে উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে তার অপরাধ মৃত্যুদণ্ডতুল্য। কিন্তু বয়স বিবেচনা করে তাকে ৯০ বছর সাজা দেয়া হয়েছে।