হরতালের সমর্থনে রাজধানী জুড়ে জামায়াত-শিবিরর তাণ্ডব, গাড়ী ভাংচুর

হরতালের সমর্থনে রাজধানী জুড়ে জামায়াত-শিবিরর তাণ্ডব, গাড়ী ভাংচুর

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সাবেক আমির গোলাম আযমের রায় ঘোষণার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবির।
রাজধানীর বিজয়নগর পল্টন এলাকায় রবিবার বেলা আড়াইটার দিকে হঠাৎ একটি ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় তারা ১৫টি গাড়ি ভাংচুর করে।

ঘটনা স্থলে পুলিশ আসলে রকিবুল নামের এক পুলিশ কর্মকর্তা শিবির কর্মীদের হামলার শিকার হয় । এসময় শিবির কর্মীরা পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

ঝটিকা মিছিল থেকে হামলায়র থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন ভূইয়াসহ চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিকাল ৩টার দিকে মহাখালীতে ঝটিকা মিছিল করেছে জামায়াত। মিছিল শেষে ২টি ককটেল বিস্ফোরন ঘটানো হয়।

একই সময়ে মালিবাগ এলাকায় শিবিরের ঝটিকা মিছিলে পুলিশ বাদা দেয়। এ সময় শিবিরের বেশ কয়েকজন কর্র্মী আহত হয়। মিছিল থেকে বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর ও ২টি ককটেল বিস্ফোরন ঘটানো হয়।

বিকাল ৪টার দিকে  মগবাজার এলাকায় শিবিরের ঝটিকা মিছিল থেকে ৪-৫টি গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশের ধাওয়ায় মিছিলকারীরা দ্রুত পালিয়ে গেলে সেখান থেকে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

 

রাজনীতি শীর্ষ খবর