এসিড সন্ত্রাসবিরোধী ভিডিওর জন্য বর্ষা পুরস্কৃত

এসিড সন্ত্রাসবিরোধী ভিডিওর জন্য বর্ষা পুরস্কৃত

‘ফল ইন লাভ’ গানের ভিডিও ফিকশন-এর জন্য ২০১১ সালের সেরা নবীন কণ্ঠশিল্পী  পুরস্কার জিতেছেন বর্ষা চৌধুরী। ন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটি এই শিল্পীর ভিডিও ফিকশন প্রচারিত হবার আগেই এর মাস্টারপ্রিন্ট দেখে সম্মাননা জানিয়েছে।

এ প্রসঙ্গে বর্ষা চৌধুরী জানিয়েছেন, ‘আমি গত সপ্তাহে এই ভিডিও ফিকশনটির শুটিং করি। এর পরইএ সংক্রান্ত খবর প্রকাশিত হয়। সংস্থাটি তখন থেকেই এর কথা জানতে পারেন এবং তারা আমার সঙ্গে যোগাযোগ করেন।’

বর্ষা আরো জানিয়েছেন, ‘২৭ জানুয়ারি, শুক্রবার সুপ্রিমকোর্ট বার এসেসিয়েশন মিলনায়তানে আমাকে ৭ম জাতীয় মানবাধিকার কনভেশন ২০১২ তে এই সম্মাননা জানানো হয়েছে। আমার হাতে সম্মাননাসূচক ক্রেস্টটি তুলে দেন ন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান এম. নজরুল ইসলাম তামিজি ও সংস্থাটির মহাসচিব ব্যারিস্টার আফতাব উদ্দিন আহমেদ।’

বর্ষা বলেন, ‘এ ধরনের সম্মাননা এই প্রথম পেলাম। এটা আমার ভবিষ্যতের জন্য বড় অর্জন বলে মনে করছি। আমি গান গেয়ে দেশের জন্য ভালো কিছু করতে চাই। এটাই এখন আমার স্বপ্ন।’

বিনোদন শীর্ষ খবর