স্বাধীনতার পর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে আ’লীগ; এবারও করবে: হানিফ

স্বাধীনতার পর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে আ’লীগ; এবারও করবে: হানিফ

নির্বাচনকালীন সরকার নিয়ে দেশে যে সঙ্কট সৃষ্টি হয়েছে তা শিগগিরই কেটে যাবে বলে আশা ব্যক্ত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
শুক্রবার রাজধানীতে এক ইফতার পার্টির অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জাতীয় পার্টি (জাপা) হোটেল ওয়েস্টিনে এই ইফতার পার্টির আয়োজন করে।
তবে  একই ইফতার পার্টিতে যোগ দেওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সমঝোতার জন্য পরিবেশ তৈরি করতে হবে। বিএনপি আলোচনার জন্য প্রস্তুত আছে। তবে এজেন্ডা নির্ধারণ করতে হবে।
এরশাদের এমন মন্তব্য সম্পর্কে জানতে চাওয়া হলে হানিফ বলেন, ‘সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাক, এটা আওয়ামী লীগও চায়। আর এটিই হওয়া উচিত।’
মাহবুব উল আলম হানিফ বলেন, আওয়ামী লীগ একমাত্র দল যারা স্বাধীনতার পর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। এবার নির্বাচনে হেরে গেলেও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে আওয়ামী লীগ। একই সঙ্গে সবগুলো দলের মধ্যে আলোচনা ও সমঝোতার মাধ্যমে চলমান সঙ্কট দূর করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
ইফতার পার্টিতে আরও যোগ দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, সরকার দলীয় চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুল শহীদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, জাসদের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি, ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ফোরামের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সাবেক তথ্য উপদেষ্টা মাহবুব উল আলম, সমকাল সম্পাদক গোলাম সরওয়ার, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া, মালদ্বীপসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।
রাজনীতি শীর্ষ খবর