অ্যাশেজের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৬৫ রানে এগিয়ে

অ্যাশেজের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৬৫ রানে এগিয়ে

নটিংহামের ট্রেন্টব্রিজে অ্যাশেজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৬৫ রানে এগিয়ে রয়েছে। ইংল্যান্ডের প্রথম ইনিংসের করা ২১৫ রানের জবাবে বৃহস্পতিবার অসিরা তোলে ২৮০ রান। অস্ট্রেলিয়ার অভিষিক্ত স্পিনার অ্যাস্টন অ্যাগার একাদশতম ব্যাটসম্যান হিসেবে ক্রিজে নেমে ৯৮ রান করে ক্যাঙ্গারুদের লিড এনে দেন।

বুধবার ট্রেন্টব্রিজ টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। তবে বড় কোনো সংগ্রহ গড়তে পারেনি তারা। টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে ২১৫ রানে অলআউট হয় ইংলিশরা। সর্বোচ্চ ৪৮ রান আসে জোনাথন ট্রটের ব্যাট থেকে। অস্ট্রেলিয়ার পিটার সিডল নেন পাঁচটি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা খুব ভালো হয়নি। ৫৩ রানে চার উইকেট হারায় তারা প্রথম দিনেই। বৃহস্পতিবার দ্বিতীয় দিনেও এর ধারাবাহিকতা বজায় থাকে। ১১৭ রানে নয় উইকেট হারায় মাইকেল ক্লার্কের দল। কিন্তু ফিলিপ হিউজের সঙ্গে অ্যাগারের বিস্ময়কর ব্যাটিং সফরকারীদের এগিয়ে দেয়। দুই রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হন ১৯ বছর বয়সী অ্যাগার, জাতীয় দলে যার অভিষেক এই ম্যাচ দিয়েই। ইংল্যান্ডের জেমস এন্ডারসন পাঁচটি ও স্টিভ ফিন দুটি উইকেট নেন।

খেলাধূলা শীর্ষ খবর