পদ্মাসেতু প্রকল্পে চীনা বিনিয়োগের প্রস্তাব গ্রহণযোগন্য নয়: অর্থমন্ত্রী

পদ্মাসেতু প্রকল্পে চীনা বিনিয়োগের প্রস্তাব গ্রহণযোগন্য নয়: অর্থমন্ত্রী

পদ্মাসেতুতে চীনের অর্থায়ণ গ্রহণযোগ্য নয়। কারণ দেশটির প্রস্তাব অনুযায়ী, বিনিয়োগকারী ঠিকাদার নির্দিষ্ট করে দিলে এই প্রকল্প নিয়ে আবার দুর্নীতির অভিযোগ উঠতে পারে। এমনটি মন্তব্য করেছেন, অর্থমন্ত্রী আবুল মাল আাব্দুল মুহিত।

অর্থমন্ত্রী জানান, এবার পদ্মাসেতু প্রকল্পে আগ্রহের কথা জানিয়েছে রাশিয়া।

পদ্মাসেতুতে অর্থায়ন নিয়ে গত দুই বছর ধরেই চলছে নানা নাটকীয়তা। তবে বিশ্বব্যাংককে না করে দেয়ার পর নিজ অর্থায়নে সেতু করার ঘোষণা দিয়েছে সরকার। এ জন্য আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দও দেয়া হয়েছে সাড়ে ছয় হাজার কোটি টাকা।

কিন্তু এর মধ্যে মঙ্গলবার আবারও আসে চীনের বিনিয়োগের প্রস্তাব। সচিবালয়ে যোগাযোগমন্ত্রীর সঙ্গে দেখা করে দেশের সবচেয়ে বড় সেতু প্রকল্পে দুইশ চল্লিশ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব দেয় চীনের একটি প্রতিনিধি দল। সেদিন যোগযোগমন্ত্রী জানান, প্রস্তাবটি যুক্তিযুক্ত মনে করলে চীনের সঙ্গে সমঝোতা স্মারকও সই হতে পারে।

কিন্তু দুদিন পর অর্থমন্ত্রী জানালেন, চীনের প্রস্তাব নেবেন না তিনি। তার মতে, এই প্রস্তাবে নিজের পছন্দমতো ঠিকাদার নিয়োগের কথা বলেছে চীন। রাশিয়াও এই প্রকল্পে বিনিয়োগে আগ্রহী বলে জানান অর্থমন্ত্রী।

ভারত বাংলাদেশকে অনুদান হিসেবে দেয়া পনেরো কেটি ডলারের চেক হস্তান্তর করেছে জানিয়ে অর্থমন্ত্রী জানান, এই টাকা তারা খরচ করবেন পদ্মাসেতুতে। আরও পাঁচ কোটি ডলার দেশটি অচিরেই দেবে বলেও জানান তিনি।

অর্থ বাণিজ্য শীর্ষ খবর