পুলিশ বিভাগ টিআইবি’র দেওয়া রিপোর্ট প্রত্যাখ্যান করে উল্লেখ করেছেন যে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনান বাংলাদেশ (টিআইবি)’র রিপোর্ট বস্থুনিষ্ঠ ও তথ্যনির্ভর নয়।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়।
গত মঙ্গলবার রাজনৈতিক দল ও পুলিশ বিভাগকে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত অন্যতম খাত হিসেবে চিহ্নিত করে প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। এর প্রতিক্রিয়ায় আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তি দেয় পুলিশ প্রশাসন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই জরিপের ফলাফল সত্যিকার অর্থে স্পষ্ট, বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর নয়। এ ধরনের ধারণাপ্রসূত জরিপের ফলাফল গণমাধ্যমে প্রচারের ফলে জনগণের মধ্যে পুলিশ সম্পর্কে অহেতুক নেতিবাচক ধারণাকে আরো সম্প্রসারিত ও প্রতিষ্ঠিত করবে। ফলে জনগণ ও পুলিশের মধ্যে দূরত্ব ও আস্থার সঙ্কট সৃষ্টি হতে পারে।
এক হাজার ৬৯৫ জন পুলিশকে দুর্নীতিগ্রস্ত সংস্থা বলে মতামত দিয়েছেন, যা দেশের মোট জনসংখ্যার দশমিক শূন্য শূন্য এক শূন্য পাঁচ নয় শতাংশ।
টিআইবির প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই জরিপে যারা মতামত দিয়েছেন তাদের মধ্যে কতজন বা আদৌ কেউ প্রত্যক্ষভাবে ওই সময়ে পুলিশি সেবা নিতে গিয়েছিলেন কি না, তা স্পষ্ট নয়। পুলিশ সবচেয়ে দৃশ্যমান সংস্থা হওয়ায় পথে ঘাটে দায়িত্বরত পুলিশ সদস্যদের সামান্যতম ভুলভ্রান্তি মানুষের দৃষ্টিগোচর হয়।