অস্ট্রেলিয়ার কাছে ভারত ধবলধোলাই (৪-০) হওয়ার পর সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে টেস্টকে বিদায় বলে দেবেন রাহুল দ্রাবিড়। গুজবে জল ঢেলে ‘দ্য ওয়াল’ বলেছেন, অবসরের বিষয়ে আদৌ কোন সিদ্ধান্ত নেননি তিনি।
চ্যানেল নাইনকে এক সাক্ষাৎকারে দ্রাবিড় বলেন,‘কোন সন্দেহ নেই, শুরুর চেয়ে সমাপ্তির পথে রয়েছে আমার ক্যারিয়ার। তাই বলে, অবসরের সিদ্ধান্ত নেইনি। এমুহূর্তে এর কোন প্রয়োজনও দেখছি না। আগামী সাত থেকে আট মাসের মধ্যে কোন টেস্ট ম্যাচ খেলবো না আমরা। এসময়ের মধ্যে নিজেদের ভুলক্রটিগুলো শুধরে সফলতার পথ খুঁজে বের করবো আমরা।’
দল থেকে সিনিয়রদের হঠানোর আওয়াজ তুলেছেন অনেকেই। জবাবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট জানায়, কোন সিনিয়র ক্রিকেটারই পদত্যাগ নিয়ে ভাবছে না। রাহুলের এই বক্তব্যের মধ্যদিয়ে ম্যানজেমেন্টের কথার প্রতিফলন হয়েছে বৈকি।