আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের পদত্যাগের গুঞ্জন নাকচ করে দিলেন তিনি নিজেই। বিষয়টি নিছক গুজব আখ্যায়িত করে সৈয়দ আশরাফুল ইসলাম বুধবার রাতে জানান, আগামী সপ্তাহের মাঝামাঝি সংবাদ সম্মেলন করে তিনি বিষয়টি পরিষ্কার করবেন।
চলতি সপ্তাহের শুরুর দিকে হঠাৎ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ পদত্যাগ করছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। কিন্তু এ সময় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে অবস্থান করায় সৈয়দ আশরাফ মুখ খোলেননি। বুধবার সকালে প্রধানমন্ত্রী বেলারুশ থেকে দেশে ফেরার পর সৈয়দ আশরাফ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনাও করেছেন বলে সৈয়দ আশরাফের বরাত দিয়ে তার ব্যক্তিগত সহকারী তোফাজ্জল হোসেন জানিয়েছেন।
এদিকে সৈয়দ আশরাফের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সত্য নয় এবং অপপ্রচার বলে দাবি করে সৈয়দ আশরাফের ব্যক্তিগত সহকারী জানান, চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে সৈয়দ আশরাফুল ইসলামের পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না। দলের বা সরকারের কোনো পর্যায়ে এ নিয়ে আলোচনাও হয়নি বলে জানান তিনি। তিনি বলেন, রমজানের পর আওয়ামী লীগের যে বিশেষ কাউন্সিল অধিবেশনের কথা বিভিন্ন গণমাধ্যম প্রচার করেছে তাও ঠিক নয়।
এদিকে আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতার সাথে আলোচনা করেও একই ধরনের তথ্য পাওয়া গেছে। তাদের দাবি, সৈয়দ আশরাফ পদত্যাগ করছেন- আমরা তো দূরের কথা, এটা আশরাফ নিজেই জানেন কিনা সন্দেহ।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য নূহ-উল আলম লেনিন বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। কোনো মন্তব্য করাও ঠিক হবে না।
প্রসঙ্গত- গত রবিবার থেকে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম পদত্যাগ করছেন বলে খবর প্রকাশিত হয়। ওইসব প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেই এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়- সিটি করপোরেশন নির্বাচনে একের পর এক পরাজয় ও এ নিয়ে শীর্ষ নেতাদের মধ্যে মতভেদ প্রবল রূপ ধারণ করায় সৈয়দ আশরাফুল ইসলাম পদত্যাগের সিদ্ধান্ত নেন।