পরিকল্পিত পরিবার গঠনের জন্য দেশের প্রতিটি প্রান্তে সক্ষম দম্পতির নিকট পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য সেবা অত্যন্ত গুরুত্বের সাথে সঠিক সময়ে পৌঁছে দিতে হবে বলে বলেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রাষ্ট্রপতি বাল্য বিবাহ ও এর পরিণতি এবং প্রজনন স্বাস্থ্য সেবা সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে ইতিবাচক ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
তিনি বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘বিশ্ব জনসংখ্যা দিবস’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি মন্ত্রণালয় ও অধিদপ্তরের অধীন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
তিনি বলেন, দেশের বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘কৈশোরে গর্ভধারণ, মাতৃমৃত্যুর অন্যতম কারণ’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।
রাষ্ট্রপতি বলেন, নারী ও কিশোরীদের মধ্যে যারা গর্ভধারণ এড়াতে চান কিংবা গর্ভধারণকে বিলম্বিত করতে চান তাদের হাতের কাছে আধুনিক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সহজলভ্য না হওয়ার কারণে অনিচ্ছা সত্ত্বেও গর্ভবতী হয়ে পড়ছেন। সঠিক সময়ে পরিবার পরিকল্পনা সম্পর্কিত তথ্য, সেবা ও সরবরাহের সহজপ্রাপ্যতা নিশ্চিত না হওয়ায় তাঁদের জীবন অনেকটা হুমকির মুখে রয়েছে।
তিনি আরও বলেন, শহরের বস্তি এলাকা, দুর্গম এবং স্বাস্থ্যসেবা প্রদান ও গ্রহণে পিছিয়ে পড়া এলাকাগুলোতে বাল্য বিবাহের ফলে অল্প বয়সে কিশোরীরা মা হতে গিয়ে মৃত্যু ও নানাবিধ ঝুঁকির মুখে পতিত হচ্ছেন। তারা সঠিকভাবে জন্মনিয়ন্ত্রণ সেবা পেলে এবং বাল্য বিবাহ রোধ সম্ভব হলে এ সকল অপরিকল্পিত ও অনাকাক্সিক্ষত গর্ভধারণ অনেকটা এড়ানো সম্ভব।