বিরোধী দল যতই দোষ ধরুক সরকার তার সঠিক কাজ সঠিক মতো করে যাবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেন, সকাল বিকাল সরকারের দোষ ধরে বিরোধী দল তাদের কাজ করে যাচ্ছেন। সরকারও তার কাজ ঠিক মতো করে যাবে।
বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইনভাইরনমেন্ট কাউন্সিল বাংলাদেশ আয়োজিত ‘বাংলাদেশে তামাকের বিজ্ঞাপন, প্রচারণা ও পৃষ্ঠপোষকতা বন্ধের চ্যালেঞ্জ’ শীর্ষক এক আলোচনা সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, গাসিক নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। এটি দেশের জন্য খুবই সুখবর। এখন বিশ্লেষকরা বিশ্লেষন করে দেখবেন পরাজয়ের কারণ কি? আর যারা জয়ী হয়েছেন তাদের বিশ্লেষকরা দেখবেন এ বিজয় কতোদিন তারা ধরে রাখতে পারবেন।
আমাদের দেশের মানুষ ধুমপান জনিত রোগে আক্রান্ত না হলে প্রতিবছর আমরা ৫ হাজার কোটি টাকা সাশ্রয় করতে পারতাম উল্লেখ করে তিনি বলেন, আমি দায়িত্ব নেয়ার পর থেকে ব্যবস্থা নিয়েছি দেশের সিনেমা গুলোতে এমন দৃশ্য না থাকে যাতে করে কেউ ধুমপানের প্রতি আকর্শিত হয়। কারণ অনেক তরুণরাই ম্যানলি ভাব প্রকাশ করার জন্য ধুমপান করে থাকে।
এসময় তিনি তামাক আইন সুষ্ঠুভাবে প্রয়োগ করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বলেন, লালন মেলা ও কুঠি বাড়িতে সবসময় দেখা যায় যে কোন না কোন তামাক কোম্পানী স্পন্সর করে। কোন তামাক কোম্পানী যেন আর এসব জায়গায় স্পন্সর করতে না পারে সেজন্য আমি আজই ঐ এলাকার ডিসির কাছে ফোন করে বলবো।
জাসদ সভাপতি সকলকে ধুমপান থেকে বিরত থাকার জন্যও আহ্বান জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সুভাশ চন্দ্র সরকার, একেএম মোজাম্মেল হক এমপি, ড. মোস্তফা জামান, ড. সোহেল রেজা চৌধুরী, র্যাব ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিন, ইসি বাংলাদেশের মো. আতাহারুল ইসলাম প্রমুখ।