গত রমজানের মতো এবারেও নিরবচ্ছিন্ন বিদ্যুতের আশ্বাস

গত রমজানের মতো এবারেও নিরবচ্ছিন্ন বিদ্যুতের আশ্বাস

মাহে রমজানে মুসল্লীদের কথা চিন্তা করে ইফতার ও সেহরির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ বিতরণের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

সচিবালয়ের এক বৈঠকের পর জ্বালানি উপদেষ্টা সাংবাদিকদের একথা জানান।

জ্বালানি উপদেষ্টা তৌফিক বলেন, রমজানে বিদ্যুৎ কেন্দ্রগুলো অগ্রাধিকারভিত্তিতে গ্যাস পাবে। যেখানে গ্যাস সহজলভ্য সেখানে সর্বোচ্চ পরিমাণ গ্যাস দেওয়ার চেষ্টা করা হবে।

তিনি বলেন, রমজানে সাড়ে ৬ হাজার মেঘওয়াট বিদ্যুৎ উৎপাদান হবে। গ্যাস সাশ্রয়ে রমজানের শুরু থেকে ২৬ রোজা পর্যন্ত দেশের সব সিএনজি স্টেশন প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে।

এসব পদক্ষেপের ফলে বিদ্যুৎ কেন্দ্রে আশ্বাস অনুযায়ী গ্যাস সরবরাহ করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তবে একই সঙ্গে উপদেষ্টা বলেন, কোনো কারণে রমজানে বিদ্যুৎ চলে গেলে মনে করতে হবে এটা কারিগরি ত্রুটি; লোডশেডিং নয়।

গত রমজানে পরিস্থিতি অনেক ভাল ছিল দাবি করে উপদেষ্টা বলেন, এবারের রমজানেও সবাই মিলে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করা হবে।

বাংলাদেশ শীর্ষ খবর