আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন,গাজীপুরে যে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে সে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এই নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে সেই মেয়র নির্বাচিত হবে। কিশোরগঞ্জে আওয়ামীলীগের এবং নৌকার যে বিজয়ের ধারা শুরু হয়েছে গাজীপুরে একই ভাবে জনগণের ভোটে সে জয়ের ধারা অব্যাহত থাকবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই জয়ের ধারা অব্যাহত রেখে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট বিজয়ী হবে এবং বাংলাদেশের সাংবিধানিক ভাবেই অন্তবর্তীকালীন সরকারের অধিনে নির্বাচনের মাধ্যমে আরেকটি নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করবে।
তিনি বিএনপিকে উদ্দেশ্য করে আরও বলেন আপনারা মিথ্যাচার বন্ধ করুণ এবং জনগণের রায়ের জন্য প্রস্তুত হয়। জনগন যে রায় দেবে আওয়ামীলীগ তথা ১৪ দল সে রায় মেনে নেবে।
মোহাম্মদ নাসিম শুক্রবার দুপুরে সিরাজগঞ্জে মুজিব সড়স্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়েজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, সেনাবাহিনীকে ছাড়া প্রতিটি উপ-নির্বাচন, স্থগিত নির্বাচন ও সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোন অভিযোগ আসেনি। বিএনপির উদ্দেশ্য হলো সেনাবাহিনিকে বারবার বিতর্কিত করা। এবং সেনাবাহিনির ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, আবু-ইউসুফ সূর্য্য, সাধারন সম্পাদক এ্যাড.কে এম হোসেন আলী হাসান, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের পরিচালক ও আওয়ামীলীগ নেতা প্রফেসর ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, সহ আওয়ামীলীগের অংগ সংগঠনের নেতা কর্মিরা।