জিএসপি সুবিধা স্থগিতে আন্তর্জাতিক রাজনীতি জড়িত: বিজিএমইএ

জিএসপি সুবিধা স্থগিতে আন্তর্জাতিক রাজনীতি জড়িত: বিজিএমইএ

আমেরিকায় বাংলাদেশী পণ্যের জিএসপি সুবিধা স্থগিতের পেছনে আন্তর্জাতিক রাজনীতি জড়িত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মো. আতিকুল ইসলাম।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, “আমেরিকার জিএসপি স্থগিতে অবশ্যই বাংলাদেশের বাইরে থেকে চক্রান্ত হয়েছে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে ভালো থাকতে দেয়া হবে না। এ খাত ভালো না থাকলে আমারা আবার পরাধীন হব।”সম্প্রতি রানা প্লাজা ধসের ঘটনায় গার্মেন্টসকর্মী রেশমা উদ্ধারের ঘটনা ‘সাজানো’ বলে যে প্রতিবেদন প্রকাশ করেছিল বৃটেনের ট্যাবলয়েড সানডে মিরর, সেটিও সঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।

আতিকুল বলেন, “বহির্বিশ্বে বাংলাদেশের তৈরি পোশাক খাতের যে বাজার রয়েছে, সেটি দখল করতে চাচ্ছে অন্য দেশগুলো। তারা এজন্য রানা প্লাজার ঘটনাকে ইস্যু হিসেবে নিয়েছে।”দেশের তৈরি পোশাক শিল্প খাত সম্পূর্ণ অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে, এখন পরিকল্পিতভাবে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।দেশের গুরুত্বপূর্ণ এ খাতকে নিয়ে কোনো ধরনের কটূক্তিমূলক বক্তব্য না দিতে রাজনীতিবিদদের প্রতি আহবান জানান বিজিএমইএ সভাপতি।এ খাত ক্ষতিগ্রস্ত হলে তার প্রভাব এর সঙ্গে জড়িত অন্য খাতের প্রায় পাঁচ কোটি লোকের ওপর পড়বে বলেও জানান তিনি।

অর্থ বাণিজ্য শীর্ষ খবর