নির্বাচন কমিশন চাইলে গাজীপুরে সেনা দিতে পারে: তোফায়েল

নির্বাচন কমিশন(ইসি) চাইলে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।

তিনি বলেন, নির্বাচন কমিশন চাইলে গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন করতে পারে। তবে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছি, তারা আমাদের জানিয়েছেন সেখানে সেনা মোতায়েনের মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি।

বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গাজীপুর সিটি নির্বাচন নিয়ে দলের পক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধান বিরোধী দল বিএনপির সেনাবাহিনী মোতায়েনের দাবির সমালোচনা করে তোফায়েল বলেন, তারা কিভাবে সেনাবাহিনী চায়। সেনাবাহিনী সেখানে দক্ষতার সঙ্গে কাজ করে দেশ-বিদেশে প্রশংসা অর্জন করেছে। সেই সেনাবাহিনীকে নিয়ে বিএনপি মিথ্যাচার করেছে। তারা ২০০৮ সালে আমরা (মহাজোট) জয়লাভের পর তারা অভিযোগ করেছিল সেনাবাহিনী আমাদের জিতিয়েছে। এখন সেনাবাহিনী মোতায়েন করলে তারা আবার সেনাবাহিনীতে বিতর্কিত করবে। তাছাড়া তাদের সময়েরও কোনো নির্বাচনে সেনা মোতায়েন করা হয়নি। তাহলে এখন তারা কিভাবে সেনা মোতায়েনের দাবি করছেন?

তিনি বলেন, আমরা (১৪ দল) সম্পূর্ণরূপে নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চলছি। সেখানে বিএনপি নিজেই আজ আচরণবিধি লঙ্ঘন করেছে। তাদের কয়েকজন নেতা আজও সেখানে অবস্থান করছেন। তারপরও তারা মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছেন।

উল্লেখ্য, এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপ-দফতর সম্পাদক এডভোকেট মৃণাল কান্তি দাস প্রমুখ।

রাজনীতি শীর্ষ খবর