কিশোরগঞ্জ-৪ উপনির্বাচন: আওয়ামী লীগের মুখে হাসি

কিশোরগঞ্জ-৪ উপনির্বাচন: আওয়ামী লীগের মুখে হাসি

কিশোরগঞ্জ-৪ আসনের উপ-নির্বাচনে রাষ্ট্রপতি পুত্র রেজওয়ান আহাম্মদ তৌফিক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।  তিনি পেয়েছেন ১ লাখ ৫৩ ভোট, আর আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী  সৈয়দ মহিতুল ইসলাম অসীম পেয়েছেন ৫৮ হাজার ৭৮৫ ভোট।

এদিকে, তৌফিক অনুসারীরা বিজয় নিশ্চিত হবার পর আনন্দ উল্লাস করছে।

প্রসঙ্গত, ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা নিয়ে সংসদীয় আসন কিশোরগঞ্জ-৪ গঠিত। এ আসনে ২৪টি ইউনিয়নে মোট ১১৮টি কেন্দ্রে দুই লাখ ৭৭ হাজার ১১৮ জন ভোটার রয়েছেন। সাবেক স্পিকার আব্দুল হামিদ এডভোকেট রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এ আসনটি শূণ্য হয়। পরে এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান তারই পুত্র রেজওয়ান আহাম্মদ তৌফিক।

বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে টানা বিকাল ৪টা পর্যন্ত চলে। দুই-একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শীর্ষ খবর