২৯ আগস্ট থেকে প্রিমিয়ার লিগ শুরু

২৯ আগস্ট থেকে প্রিমিয়ার লিগ শুরু

আগামী আগস্ট মাসের শেষে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ। কাল বোর্ড মিটিং শেষে সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম) চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, আগামী ২৯ আগস্ট থেকে লিগ শুরু হবে এবং চলতি জুলাই মাসের ২৫ তারিখ হবে দলবদল।

দল বদলের এক মাসেরও বেশি সময় পরে গিয়ে লিগ শুরুর কারণ ব্যাখ্যা করে জালাল ইউনুস বললেন, ‘বাংলাদেশ-এ, অনুর্ধ্ব-১৯ ও অনুর্ধ্ব-২৩ দলের বিভিন্ন সফরের জন্য এই সময়ে আমরা বেশ কিছু খেলোয়াড়কে পাবো না। তারা সবাই আগস্টের ২৯ তারিখের আগে ঢাকায় থাকবে। তাই ওই সময় লিগ হবে।

কাল জালাল ইউনুস বললেন, গ্রেডিং ও লটারি পদ্ধতিতেই এ বছর দলবদল হবে। আর এই পদ্ধতিতে যেহেতু হবে, তাই একদিনেই সেটা শেষ করা হবে।

সর্বশেষ লিগ নিয়ে শঙ্কাটা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই তৈরি করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন. বিপিএল নিয়ে যে তদন্ত চলছে, তার রিপোর্ট না আসা পর্যন্ত তিনি দল বদল বা লিগ শুরুর পক্ষে না। কারণ, যেসব খেলোয়াড়ের দলবদল হবে, তাদের কারো নাম যদি রিপোর্টে থাকে?

এ ক্ষেত্রে সমাধাণটা কী হবে, তাও জালাল ইউনুস বলে দিলেন, আমরা ক্লাবগুলোকে পরিস্থিতিটা জানিয়ে রেখেছি। লিগ চলা অবস্থায় বা দলবদল হয়ে গেলে কোনো খেলোয়াড়ের নাম রিপোর্টে এলে তাকে বদলে ফেলার একটা সুযোগ পাবে সংশ্লিষ্ট ক্লাব।

 

খেলাধূলা শীর্ষ খবর