জাতীয় পার্টি গাজীপুর নির্বাচনে কোনো প্রার্থীকে সমর্থন দেয়নি

জাতীয় পার্টি গাজীপুর নির্বাচনে কোনো প্রার্থীকে সমর্থন দেয়নি

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির সমর্থন পায়নি কোনো মেয়র পদপ্রার্থী। বুধবার দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুজন মেয়র প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর দোয়া চেয়েছেন। পার্টির চেয়ারম্যান তাঁদের শুভকামনা ও দোয়া করেছেন। কাউকে সমর্থন দেওয়ার কথা বলেননি। যেহেতু এই নির্বাচনে জাতীয় পার্টির সমর্থিত কোনো মেয়র প্রার্থী নেই, সে কারণে দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা তাঁদের পছন্দমতো যোগ্য মেয়র প্রার্থীকে ভোট দেবেন। কেন্দ্রের নির্দেশ ছাড়া কেউ জাতীয় পার্টির নামে কোনো প্রার্থীর পক্ষে সমর্থন দেওয়ার অধিকার রাখেন না।

এর আগে দুপুরে জাতীয় পার্টির গাজীপুর জেলার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এক সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন গাজীপুর সিটি নির্বাচনে ১৮ দলীয় জোটের প্রার্থী এম এ মান্নানকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার এরশাদের বারিধারার বাসায় গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন ১৮ দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী এম এ মান্নান। এরশাদের বাসা থেকে বের হয়ে তিনি দাবি করেন, এরশাদ তাঁকে সমর্থন ও দোয়া দিয়েছেন। এর আগের দিন এরশাদের সঙ্গে দেখা করে ‘দোয়া’ নেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আজমত উল্লা খান।

 

রাজনীতি শীর্ষ খবর