নবগঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জনগণের ভোটাধিকার রক্ষায় কেন্দ্র পাহারা দেয়ার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার বিএনপি সমর্থিত প্রার্থী অধ্যাপক আব্দুল মান্নানের পক্ষে জনসংযোগ করতে গিয়ে ছাত্রদলের নেতারা এ ঘোষণা দেন।
বিকালে ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এরই মধ্যে কেন্দ্রীয় পর্যায়ে ১২টি ও ওয়ার্ড পর্যায়ে ৫৭টি টিম গঠন করে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। বুধবার সকাল থেকেই ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবেরে নেতৃত্বে টঙ্গী সদর, গাছা ইউনিয়ন, বাসন ইউনিয়ন, পূবাইল ইউনিয়ন, কাউসদিয়া ইউনিয়ন, কোনাবাড়ী ইউনিয়ন ও গাজীপুর সদরসহ বিভিন্ন স্থানে ব্যাপক প্রচারণা চালানো হয়।
এসময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ, সহসভাপতি সাইফুল ইসলাম ফিরোজ, ওমর ফারুক সাফিন, আনোয়ারুল হক রয়েল, আনোয়ার হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক রাজিব আহসান, সিনিয়র যুগ্মসম্পাদক ওবায়দুল হক নাসির, যুগ্মসম্পাদক এজমল হোসেন পাইলট, হাবিবুর রহমান সুমন, মো. সাইফুল ইসলাম, সহসাধারণ সম্পাদক আহমেদ সাইমুম, সহসাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামান দুদু, সহবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রদল গাজীপুর জেলার সভাপতি শরাফত হোসেন, সিনিয়র সহসভাপতি মনিরুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্মআহ্বায়ক মাহতাব উদ্দিন জিমি, শরীফ নেওয়াজ জোহা ও ডালিয়া রহমান প্রমুখ অংশ নেন।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব এসব জায়গায় জনসংযোগের সময় বিভিন্ন পথসভায় বলেন, বিএনপি সমর্থিত প্রার্থীর ব্যাপক জনপ্রিয়তা দেখে সরকার দিশেহারা হয়ে পড়ছে। তারা ভোট কারচুপির জন্য কেন্দ্র দখলের ষড়যন্ত্র করছে। এজন্য ছাত্রদলকে সতর্ক থাকতে হবে। ভোটের দিন প্রতিটি কেন্দ্র পাহারা দিতে হবে যেন কোনো অপশক্তি জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিতে না পারে।