অনির্বাচিত সরকার ১ দিনের জন্যও ক্ষমতায় আসবে না: আইন প্রতিমন্ত্রী

অনির্বাচিত সরকার ১ দিনের জন্যও ক্ষমতায় আসবে না: আইন প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে এই সরকার নতুন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। কোন অনির্বাচিত সরকার একদিনের জন্যও ক্ষমতায় আসবে না।

মঙ্গলবার ভোলার চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেছেন।

ব্রজগোপাল টাউন হলে আয়োজিত এই সমাবেশে সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, আইন মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব আবু ছালেহ শেখ মোঃ জহিরুল হক, জাতীয় নিবন্ধন বিভাগের মহা-পরিদর্শক খান মোহাম্মদ আব্দুল মান্নান, জেলা দায়রা জজ আ.ক.ম.জহিরুল হক, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক জয়নার আবেদীন আখন এবং সদ্য যোগদানকারী জেলা বিএনপির সহসভাপতি শাহেদ আলী মিয়া বক্তৃতা করেন। সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম ভিপি।

প্রতিমন্ত্রী বলেন, বিরোধী দল যুদ্ধাপরাধীদের বাঁচাতে আন্দোলনের নামে পুলিশকে হত্যা করছে, রেল লাইন বিকল করছে, রাষ্ট্রকে অকার্যকর ও বিকল করার মাধ্যমে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করছে।

উল্লেখ্য, আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম গতকাল মঙ্গলবার সকালে চরফ্যাসন পৌছে প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত চরফ্যাশন, শশীভূষণ এবং দক্ষিণ আইচা সাব রেজিষ্ট্রি অফিসের নর্ব নির্মিত ভবন সমূহ এবং চরফ্যাসন কোর্ট ভবনের ফলক উম্মোচন করেছেন। সুধী সমাবেশে সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি শাহেদ আলী মিয়া তিন শতাধীক নেতা-কর্মী নিয়ে আ’লীগে যোগদান করেছেন।

 

রাজনীতি শীর্ষ খবর