সংবিধান লঙ্ঘিত হওয়ার কারনেই কিছু সংবাদপত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে: আইনমন্ত্রী

সংবিধান লঙ্ঘিত হওয়ার কারনেই কিছু সংবাদপত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে: আইনমন্ত্রী

সংবাদপত্র বস্তুনিষ্ঠ ও সুষ্ঠু সংবাদ পরিবেশন করবে বলে আশা প্রকাশ করে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, সংবিধান লঙ্ঘিত হয় এমন সংবাদ পরিবেশনের কারণেই সরকার বাধ্য হয়ে কিছু সংবাদপত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘দৈনিক বর্তমান ও ডেইলি সানমুন স্টার’ পত্রিকার উদ্বোধনকালে তিনি এ আশা প্রকাশ করেন।

সংবিধানের ৩৯ অনুচ্ছেদের কথা উল্লেখ করে তিনি বলেন, অনুচ্ছেদে সংবাদক্ষেত্রের স্বাধীনতার ও মত প্রকাশের নিশ্চয়তা দেয়া হয়েছে। কিন্তু মাঝে মাঝে রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রসমূহের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার স্বার্থে কিংবা আদালত-অবমাননা, মানহানি বা অপরাধ সংঘটনে প্ররোচনা দেয়া হয় এমন সংবাদ প্রকাশিত হয়। এর ফলে সরকার বাধ্য হয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

সমাজ, রাষ্ট্র ও গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণকে সচেতন, দুর্নীতি রোধের ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখবে সংবাদপত্র। দেশকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকাও পালন করছে সংবাদপত্র।

অনুষ্ঠানে বক্তারা কারও লেজুড়বৃত্তি না করে সরকারসহ সবার ভুল ত্রুটি সংবাদের মধ্যে তুলে ধরার আহ্বান জানান।

উল্লেখ্য, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বন ও পরিবেশমন্ত্রী হাসান মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম প্রমুখ। তবে অনুষ্ঠানে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসার কথা থাকলেও মায়ের অসুস্থতার জন্য আসতে পারেননি।

রাজনীতি শীর্ষ খবর