কিশোরগঞ্জ-৪ আসনের ভোট গ্রহন আজ বুধবার। এখানে প্রতিদ্বন্দ্বীতা করছেন রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক এবং স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ মহিতুল ইসলাম অসীম।
বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবলায় মনোনয়ন পত্র বাছাইয়ের শেষ তারিখ ১০ জুন শুধুমাত্র রেজওয়ান আহাম্মদ তৌফিককে বৈধ ঘোষণা করে। ফলে একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগের এ প্রার্থী কিশোরগঞ্জ-৪ উপনির্বাচনে জয়লাভ করে।
পরে প্রধান নির্বাচন কমিশনার বরাবর সৈয়দ মহিতুল ইসলাম অসীম প্রার্থীতা বাতিলের বিরুদ্ধে আবেদন করলে গত ১৩ জুন প্রার্থীতা ফিরে পান তিনি। কিশোরগঞ্জের একমাত্র প্রার্থী তৌফিকের প্রতিদ্বন্দ্বী হন মহিতুল ইসলাম অসীম।
তখন থেকেই দুই প্রার্থীর মাঝে উদ্বেগ উৎকণ্ঠা দেখা গেছে এবং তাদের পক্ষে প্রচারণাও চলেছে বেশ রমরমাভাবেই। অন্যদিকে দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে বর্তমান সংসদে প্রতিনিধি নির্বাচনের প্রতীক্ষার প্রহর গুণতে থাকে হাওরবাসী। সবমিলিয়ে কিশোরগঞ্জের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করছেন এই এলাকার মানুষ।
এদিকে এই নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ জানান, বুধবার কিশোরগঞ্জ-৪ উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কমিশন থেকে সব ধরনের প্রস্ততি গ্রহণ করা হয়েছে। আশা করি এই নির্বাচন সুষ্ঠু,নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে।
উল্লেখ্য, নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন তৌফিক এবং ফুটবল প্রতীক নিয়ে মহিতুল ইসলাম অসীম।