বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, জিএসপি প্রত্যাহারের জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াই দায়ী।
সোমবার গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ১৪ দল সমর্থিত প্রার্থী এ্যাড. আজমত উল্লার প্রচারনায় গাজীপুর চেরাগআলী এলাকায় ওরিয়ান ফ্যাশন লিঃ, জাওয়াত ফ্যাশন লিঃ-এর গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে মতবিনিময় ও লিফলেট বিলিকালে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান মেনন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ১৪ দল সমর্থিত প্রার্থীকে নির্বাচিত করার আহ্বানও জানিয়েছেন।
তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকদের নিজেদের স্বার্থেই আজমত উল্লাকে ভোট দিতে হবে। সামনে গার্মেন্টস শ্রমিকদের মজুরির লড়াই রয়েছে। এই সরকারের আমলেই গার্মেন্টস শ্রমিকরা ৩০০০ হাজার টাকা মজুরি পেয়েছিল আবার তাদের জন্য মজুরি বোর্ড গঠন করা হয়েছে।
তিনি জিএসপি প্রত্যাহারের জন্য বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে দায়ী করে বলেন, যুক্তরাষ্ট্রের কাছে জিএসপি প্রত্যাহারের আবেদন জানিয়ে তিনি কেবল দেশের স্বার্থকেই ক্ষতিগ্রস্ত করেন নাই, ৪০ লাখ গার্মেন্টস শ্রমিকদের ভবিষ্যত অনিশ্চিতের দিকে ফেলে দিয়েছে।
উল্লেখ্য, এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এ্যাড. আফজাল হোসেন এমপি, ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরো সদস্য কামরূল আহসান, গাজীপুর জেলা ওয়ার্কার্স পার্টি সম্পাদক দেলোয়ার হোসেন, ঢাকা মহানগর নেতা তৌহিদুর রহমান, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি কফিল উদ্দিন প্রমুখ।