প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ আশাবাদ ব্যক্ত করে বলেছেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সবার সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও তিনি জানান।
সোমবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, রিটার্নিং কর্মকর্তা এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হলে সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে প্রার্থীদের প্রতি আহ্বান জানান সিইসি রকিবউদ্দিন।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় কমিশনের পর্যাপ্ত প্রস্তুতি আছে। কোথাও কোনো ঘাটতি যাতে না থাকে সেজন্য আমরা সজাগ আছি।
তিনি সদা সতর্ক থেকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে নির্বাচনকে সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান।