স্পেনকে হতাশায় রেখে চতুর্থবারের মতো কনফেডারেশন্স কাপের শিরোপা জিতেছে স্বাগতিক ব্রাজিল। ফাইনালে তারা ৩-০ গোলে বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়েছে।
রবিবার মারকানা স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা স্পেনকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে তারা। এদিকে নেইমারদের সমর্থন জানাতে আসেন প্রায় ৭৩ হাজারেরও বেশি দর্শক। যদিও বল দখলের লড়াইয়ে আধিপত্য দেখিয়েছে স্পেন, কিন্তু ম্যাচ হেরে প্রথম বারের মতো কনফেডারেশন কাপের শিরেপা জেতা হলো না তার।
শিরোপার জন্য যথাযথ কাজটি করে ফেলেছেন স্বাগতিকরা। সফরকারীদের রক্ষণদুর্গ ভেঙ্গে-চুড়ে ঠিকই গোল আদায় করে নিয়েছেন নেইমাররা। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। খেলা শুরুর প্রথম ২ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল, ব্রাজিরকে এগিয়ে নেন ফ্রেদ এবং নেইমার ৪৪ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান। বিশ্রামের পর ব্যবধান ৩-০ করেন ফ্রেদ। গোল শোধে মরিয়া স্পেন সাফল্যের ঠিকানা তো খোঁজেই পাইনি। উল্টো ৬৮ মিনিটে দশজনের দলে পরিণত হয় সফরকারীরা।
সরাসরি লালকার্ড দেখে মাঠ ছাড়েন পিকে। বাকি সময় গোল হয়নি। তাই শিরোপা জিতে উৎসবে মাতে স্কলারির শিষ্যরা। এ নিয়ে চারবার প্রতিযোগিতার শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। এর আগে ১৯৯৭, ২০০৫ ও ২০০৯ সালে কনফেডারেশনস কাপে চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিকরা।
এদিকে, ব্রাজিলের কাছে কনফেডারেশনস কাপের ফাইনালে দল হারার কারণ হিসেবে কোনো ধরনের অযৌক্তিক যুক্তি উপস্থাপন করেননি স্পেনের কোচ ভিসেন্ত দেল বস্ক। কোন ভনিতা না করেই প্রতিপক্ষের প্রশংসা করেছেন তিনি। বিশ্বকাপ জয়ী কোচ বস্ক টেলিভিশন চ্যালেন তেলেসিনকোকে বলেন, ‘আমাদের চেয়ে ব্রাজিল অনেক ভালো খেলেছে। শিরোপা জেতার জন্য অভিনন্দন জানাই তাদের।