বিএনপি’র সময় মানুষ বিদ্যুৎ নয় শুধু খাম্বা পেয়েছিল: প্রধানমন্ত্রী

বিএনপি’র সময় মানুষ বিদ্যুৎ নয় শুধু খাম্বা পেয়েছিল: প্রধানমন্ত্রী

বিএনপি ক্ষমতা থাকা কালে মানুষ বিদ্যুৎ পায়নি। শুধু খাম্বা পেয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের সভানেত্রী ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সন্ধ্যায় জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার চোখে পড়ার মতো উন্নয়ন কাজ করেছে। প্রতিবারই বাজেট ঘোষণার পর বলা হয়েছিল তা বাস্তবায়ন করা যাবে না। কিন্তু তা বাস্তবায়ন হয়েছে। ৯২ থেকে ৯৩ ভাগ বাস্তবায়ন হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ৯৬ সালে আমরা যখন ক্ষমতায় আসি তখন দেশে বিদ্যুৎ ছিল না, পানি ছিল না। রাস্তা, ফুটপাত ছিল না। সর্বত্র ছিল লুটপাট। আমরা ক্ষমতায় আসার পর আমরা উন্নয়ন কাজ করে মানুষের মধ্যে একটি আস্থা ও বিশ্বাস সৃষ্টি করি।

মানুষ যাতে ঘরের পাশে স্বাস্থ্য সেবা পায় সেজন্য কমিউনিটি হেলথ কেয়ার সেন্টার চালু করি। কিন্তু তারা ক্ষমতায় এসে তা বন্ধ করে দিল। এর কারণ তারা মনে করেছিল এসব চালু থাকলে মানুষ নৌকা মার্কায় ভোট দেবে।

প্রধানমন্ত্রী বলেন, বিরোধী নেত্রী হলমার্ক-ডেসটিনি দুর্নীতির কথা বলেছেন। হলমার্কের তানভীরতো তাদের লোক। জিয়া পরিষদের লোক। এখন এমন অবস্থা হয়েছে যেনো চোর ধরে গিয়ে আমরা নিজেরাই চোর হয়ে গেছি।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জিএসপি সুবিধা স্থগিত করার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ওয়াশিংটন টাইমস পত্রিকায় বিরোধী নেত্রী নিবন্ধ লিখেছেন। এর ১২ জায়গায় আমার বিরুদ্ধে লেখা হয়েছে। মনে হয়েছে এই আর্টিকেলটি বাংলাদেশ এবং আমার বিরুদ্ধে। আমার বিরুদ্ধে লেখেন ভাল কথা। কিন্তু দেশের মানুষ কি অপরাধ করেছে? এখানে অনুরোধ করা হয়েছে জিএসপি বন্ধ করে দেয়া হোক। তিনি সকল অর্থনৈতিক কর্মকান্ড বন্ধ করে দেয়ার প্রস্তাব দিয়েছেন। দেশের বিরোধী নেত্রী যদি এরকম লিখতে পারেন তাহলে এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে।

বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর