ইসলামের অপব্যাখ্যা দিয়ে অপপ্রচার চালিয়ে দেশের মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলছে হেফাজতের নামে একটি মহল। তাই এসব অপপ্রচারের বিরুদ্ধে শিক্ষকদের সজাগ থাকার আহ্বান জানান শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী।
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে ও শিক্ষকদের কল্যাণে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছে। বেসরকারী প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারী ঘোষণা করে শিক্ষকদের জাতীয়করণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোসহ বিভিন্ন উন্নয়ন করা হয়েছে এ সরকারের আমলে।
গতকাল শনিবার সকাল ১০ টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলি তুলে ধরেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ.কে.এম. আতাউর রহমান খান। সমাবেশে বক্তব্য রাখেন মাটিকাটা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আইনুল হক, গোদাগাড়ী শাহ্ সুলতান (রহঃ) কামিল মাদ্রাসার অধ্যক্ষ মজিবুর রহমান, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী, গোদাগাড়ী আ.ফ.জি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজিলাতুন নেসা প্রমুখ।