হলমার্ক কেলেঙ্কারির মূল হোতা হাওয়া ভবন ও জিয়া পরিষদের লোক: প্রধানমন্ত্রী

হলমার্ক কেলেঙ্কারির মূল হোতা হাওয়া ভবন ও জিয়া পরিষদের লোক: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ব্যাংক ও শেয়ারবাজারে অনিয়মের কথা তুলে ধরে বলেন, হলমার্ক কেলেঙ্কারির হোতা তানভীর আহমেদ হাওয়া ভবন ও জিয়া পরিষদের লোক। এছাড়া ব্যাংকের টাকা নেয়া বিরোধী দলের নেতাদের অভ্যাস। এসবের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেয়ায় তারা মনক্ষুণ্ন হয়েছেন।

প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘হাওয়া ভবন খুলে প্রত্যেক ব্যবসায় কমিশন খাওয়া হত। ব্যবসায়ীরা হাওয়া ভবনের কারণে শান্তিতে ব্যবসা করতে পারেননি।

শনিবার বিকেলে নবম জাতীয় সংসদের সর্বশেষ বাজেট অধিবেশনে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এমন অভিযোগ করেন।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, আমার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার কারণে পত্রিকায় লিখবেন এটা স্বাভাবিক। কারণ, ২১ আগস্ট ছেলেকে দিয়ে গ্রেনেড হামলা করে আমাকে হত্যা করতে চেয়েছেন। আমাদের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে আইভি রহমানসহ ২১ নেতাকর্মীকে হত্যা করেছেন।

প্রধান মন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় এসে আমাদের নেতাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দিয়েছিল। আমার নিজের নামেই এক ডজন মামলা দিয়েছিলেন তারা। সাবের হোসেন চৌধুরীসহ বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে ফেরিতে প্লেট চুরির মামলা দেয়া হয়েছিল। সাবের হোসেন চৌধুরীর এমনই দৈনদশা যে ফেরির  উন্নতমানের প্লেট তাকে চুরি করতে হয়েছে। এভাবে বলতে গেলে দিন ফুরিয়ে যাবে।

শেখ হাসিনা বলেন, বিরোধীদলীয় নেতা ইহুদীদের পত্রিকা ওয়াশিংটন টাইমসে নিবন্ধ লিখে জিএসপি বাতিলের জন্য সুপারিশ করেছেন। সেখানে সরকারের বিরুদ্ধে অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণের কথা বলেছিলেন। এর কারণে জিএসপি সুবিধা স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, জিএসপি বাতিলে ২০০৭ সালে নোটিস দিয়েছিল যুক্তরাষ্ট্র। আমরা এতদিন তা ঠেকিয়ে রেখেছিলাম।

বাংলাদেশ শীর্ষ খবর