ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) সাভার ও ধামরাই এলাকায় ৩৫ জন সবজি এবং ভুট্টাচাষীদের মাঝে কৃষিঋণ বিতরণ করেছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ভুট্টাচাষীদের ক্ষেত্রে প্রদত্ত ঋণের সুদের হার রাখা হয়েছে বার্ষিক চার শতাংশ।
সম্প্রতি ব্যাংকের পক্ষে এ ঋণ বিতরণ করা হয়।
ইবিএল ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ প্রধান আবুল মকসুদ ও ক্ষুদ্র ও মাঝারি ঋণ বিভাগের (এসএমই) প্রধান খোরশেদ আলম চাষীদের ঋণের চেক হস্তান্তর করেন।
এসময় অন্যান্যের মধ্যে ব্যাংকের ক্ষুদ্র ব্যবসা প্রধান আনোয়ার ফারুক তালুকদার, এসএমই রিস্ক বিভাগ প্রধান মনিরুল ইসলাম, মাঝারি ব্যবসা প্রধান রাশিদুল ইসলাম, বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ মাহবুব আলম উপস্থিত ছিলেন।