কয়েক দফা গাড়িবোমা হামলায় ইরাকের রাজধানী বাগদাদে অন্তত ৪৭ জন নিহত হয়েছে। শিয়া অধ্যুষিত এলাকায় এ হামলায় আহত হয়েছে আরো অনেকে।
হামলার দায় কেউ স্বীকার করেনি। কয়েক মাস ধরে, দেশটিতে বোমা হামলা বেড়েছে।
উল্লেখ্য, মে মাসে ইরাকজুড়ে এ ধরণের হামলায় নিহত হয়েছে এক হাজারেরও বেশি মানুষ।
তাছাড়া ২০০৮ সালের পর, এই মে মাসকেই ইরাকের সবচেয়ে সহিংস মাস হিসেবে চিহ্নিত করেছে জাতিসংঘ।
গোটা ইরাকবাসী এখন বোমা আতঙ্কে দিন অতিবাহিত করছে।