যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত ও সব ষড়যন্ত্র মোকাবেলায় আগামী ৭ ফেব্রুয়ারি ঢাকায় মানববন্ধন করবে ক্ষমতাশীন আওয়ামী লীগের নেতৃতাধীন ১৪ দল। ঢাকার একপ্রান্ত থেকে অপরপ্রান্ত পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হবে। পরে রুট চূড়ান্ত করে জানানো হবে সাংবাদিকদের।
রোববার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত ১৪ দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার কাজ চলছে। বিচার বানচাল করতে দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র করা হচ্ছে। এই বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে ও সকল ষড়যন্ত্র মোকাবেলায় আগামী ৭ ফেব্রুয়ারি মানববন্ধন কর্মসূচি নেওয়া হয়েছে। এরপর আরো কর্মসূচি নেওয়া হবে।’
আশরাফ বলেন, ‘সামরিক বাহিনীতে কিছু সংখ্যক ব্যক্তি উচ্ছৃঙ্খল আচরণ করেছিল, বৈঠকে সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেনাবাহিনী এ ঘটনা দৃঢ়তার সঙ্গে রুখে দিয়েছে। এজন্য বৈঠকে তাদের ধন্যবাদ জানানো হয়েছে। যারা এ ঘটনার সঙ্গে যুক্ত ছিল তাদের শনাক্ত করার জন্য তদন্ত চলছে। সেনা আইনে দোষীদের বিচারের ঘোষণা দিয়েছে সেনাবাহিনী। তাদের এ ঘোষণাকে ১৪ দল স্বাগত জানিয়েছে।’
এক প্রশ্নের জবাবে আশরাফ বলেন, ‘এ ঘটনায় বেসামরিক কেউ যুক্ত থাকলে প্রচলিত আইনে তাদের বিচার করা হবে।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঢাকা মহানগর আওয়ামী লীগ সোমবার সমাবেশ কর্মসূচি ঘোষণা দিয়েছে কি না তা আমরা জানি না। আর শাখা সংগঠনগুলো সব সময়ই যে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে কর্মসূচি দেবে এমন নিয়ম নেই।’
তিনি আরো বলেন, ‘রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। সে ব্যাপারে আমরা সর্তক আছি।