কনফেডারেশন্স কাপের ‘এ’গ্রুপের ম্যাচে ইতালিকে ৪-২ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল।
ব্রাজিলের এরেনা ফন্তে নোভায় উত্তাপ ছড়িয়ে খেলেছে ব্রাজিল। তবে মুহুর্মুহ আক্রমণে গেলেও জালের ঠিকানা খুঁজে পেতে প্রমার্ধের শেষ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়েছে তাদের। ৪৫ মিনিটে ব্রাজিলকে সেই ঠিকানা খুঁজে দেন বদলি হয়ে মাঠে নামা দান্তে। ব্যবধানে এগিয়ে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে ব্রাজিলকে অস্বস্তিতে ভুগিয়েছে সিজারে প্রানদেল্লির শিষ্যরা। কারণ ৫১ মিনিটেই সমতায় ফেরে ইতালি।
ম্যাচ নিয়ে শঙ্কা যখন ঘিরে ধরেছে ব্রাজিলকে তখনই নিজের আসল রূপ চিনিয়েছেন নেইমার। ৫৫ মিনিটে তার দুর্দান্ত গোলে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। এ নিয়ে প্রতিযোগিতায় টানা তৃতীয় গোল করলেন নেইমার। ব্রাজিলের হয়ে বাকি দুটি গোল করেছেন ফ্রেড (৬৬ মি: ও ৮৮ মি:)।
হার এড়াতে না পারলেও ব্যবধান কমিয়েছে আজ্জুরিরা। ৭১ মিনিটে গোল করেন চেয়েলিনি।
এরফলে ‘এ’ গ্রুপ থেকে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে ব্রাজিল। তাদের থেকে তিন পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ইতালি।