আফগানিস্তানে পৃথক সামরিক অভিযানে ৩৮ তালেবান বিদ্রোহী নিহত হয়েছে। গত শনিবার থেকে পরিচালিত হচ্ছে এ পৃথক সামরিক অভিযান। রবিবার আফগান সরকার এ কথা জানিয়েছে।
দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, আফগান ন্যাশনাল পুলিশ (এএনপি), সেনাবাহিনী ও ন্যাটোর নেতৃত্বাধীন জোট সৈন্যরা নানগারহার, পারওয়ান, কান্দাহার, জাবুল, উরুসগান, ওয়ার্দাক, লোগার, গজনী ও হেলমান্দ প্রদেশে যৌথ অভিযান চালায়।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এ অভিযানে ৩৮ জন তালেবান বিদ্রোহী নিহত, চারজন আহত এবং অন্য ৬ জনকে আটক করা হয়। তালেবান বিদ্রোহীরা এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।