যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) নতুন পরিচালক হলেন জেমস কমি। তিনি বিদায়ী পরিচালক তৃতীয় রবার্ট মুয়েলারের স্থলাভিষিক্ত হবেন।
শুক্রবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়। কমি সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে বিচার বিভাগের কর্মকর্তা ছিলেন।
শুক্রবার হোয়াইট হাউজে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এফবিআইয়ের নতুন প্রধান হিসেবে কমির নাম ঘোষণা করেন। মার্কিন সিনেটের অনুমোদন পেলে ১০ বছরের জন্য এফবিআইয়ের প্রধান পদে দায়িত্ব পালন করবেন তিনি।
আগামী ৪ সেপ্টেম্বর এফবিআইয়ের পরিচালক পদ থেকে অবসরে যাবেন মুয়েলার।