ত্রিপুরায় তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সহযোগিতার জন্য বাংলাদেশেকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। শুক্রবার ত্রিপুরায় পালটানা তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এ ধন্যবাদ জানান তিনি।
৭২৬ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিটের উদ্বোধনে তিনি বিদ্যুৎ খাতে দুই দেশের সহযোগিতা আরো বাড়নোর ওপর গুরুত্ব দিয়ে বলেন, পালটানা বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন সংশ্লিষ্ট সবার জন্যই একটি গর্বের মুহূর্ত।
প্রণব মুখার্জি এ প্রকল্পে সহযোগিতার জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় রাষ্ট্রপতি বলেন, প্রকৃতি ত্রিপুরাকে প্রচুর গ্যাসের মজুদ দিয়েছে। সেই গ্যাস ব্যবহার করে ওএনজিসি-ত্রিপুরা পাওয়ার কোম্পানি স্থলবেষ্টিত দুর্গম এ অঞ্চলে যে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে, তা সত্যিই একটি বড় কাজ।
তিনি বলেন, ত্রিপুরায় উল্লেখযোগ্য পরিমাণ প্রাকৃতিক গ্যাস আছে, যা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা যেতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, গর্ভনর দেভানন্দ কুনওয়ার, কেন্দ্রীয় জ্বালানিমন্ত্রী ড.ভিরাপ্পা মইলি ।
উল্লেখ্য, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলার দক্ষিণে পালটানায় ৭০০ মেগাওয়াটের বিদ্যুৎ প্রকল্প স্থাপনে ভারতের পশ্চিম অংশ থেকে ভারি যন্ত্রপাতি পূর্ব অংশে নিয়ে যাওয়া হয় বাংলাদেশের ওপর দিয়েই। আশুগঞ্জে ট্রান্সশিপমেন্ট চালুর মধ্য দিয়ে ভারতকে সেই সুযোগ দেয় বাংলাদেশ। একইসঙ্গে ভারতকে চট্টগ্রাম বন্দর ব্যবহারেরও সুযোগ দেয়া হয়।