সংসদ ও সংসদের বাইরে ব্যক্তিগত কুৎসা রটানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সকালে কুষ্টিয়ায় এক প্রশিক্ষণ কর্মশালায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের এ কথা বলেন তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী আরও বলেন, রাজনীতিতে স্বচ্ছতা আনতে ও গণতন্ত্রের চর্চাকে অব্যাহত রাখতে মতপার্থক্য ও বিতর্ক হতে পারে, তবে কোনো নেতার ব্যক্তিগত ইতিহাস নিয়ে টানা-হ্যাঁচড়া করা উচিৎ নয়।
কুৎসা রটানোর এই প্রবণতাকে সামরিক স্বৈরশাসনকালীন রাজনীতির ধারাবাহিকতা উল্লেখ কোরে, সবাইকে এই অপসংস্কৃতি পরিহারের আহ্বান জানান তিনি।