২১ আগষ্টে গ্রেনেড হামলায় হতাহতদের পূনর্বাসনে বহুতল ফ্ল্যাট

২১ আগষ্টে গ্রেনেড হামলায় হতাহতদের পূনর্বাসনে বহুতল ফ্ল্যাট

২১ আগষ্ট গ্রেনেড হামলায় হতাহতদের পূনর্বাসনে মিরপুর ১৫ নম্বর সেকশনের একটি বহুতল ফ্ল্যাট ভবন নির্মাণের প্রকল্প গ্রহণ করেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খান জাতীয় সংসদে লিখিত প্রশ্নোত্তরে এ কথা বলেছেন।

আওয়ামী লীগের সংসদ সদস্য আসমা জেরীন খান ঝুমুর প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় যারা নিহত ও আহত হয়েছেন তাদের পরিবারকে ইতোমধ্যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের আরেক সদস্য এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কার্যক্রমে স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে কম্পিউটারাইজড সিস্টেমের আওতায় আনতে কম্পিউটারাইজেশন এবং এমআইএস শীর্ষক একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

বাংলাদেশ শীর্ষ খবর