২১ আগষ্ট গ্রেনেড হামলায় হতাহতদের পূনর্বাসনে মিরপুর ১৫ নম্বর সেকশনের একটি বহুতল ফ্ল্যাট ভবন নির্মাণের প্রকল্প গ্রহণ করেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খান জাতীয় সংসদে লিখিত প্রশ্নোত্তরে এ কথা বলেছেন।
আওয়ামী লীগের সংসদ সদস্য আসমা জেরীন খান ঝুমুর প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় যারা নিহত ও আহত হয়েছেন তাদের পরিবারকে ইতোমধ্যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের আরেক সদস্য এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কার্যক্রমে স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে কম্পিউটারাইজড সিস্টেমের আওতায় আনতে কম্পিউটারাইজেশন এবং এমআইএস শীর্ষক একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।