প্রশাসন দুর্নীতিপরায়ণ, অদক্ষ: মুহিত

প্রশাসন দুর্নীতিপরায়ণ, অদক্ষ: মুহিত

দেশের প্রশাসন দুর্নীতিপরায়ণ ও অদক্ষ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এদেশে ১৫ কোটি মানুষের বাস উল্লেখ করে অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, “তাদের জীবনের প্রতিটি বিষয় ঢাকা থেকে নির্ধারিত হয়। এটা অসম্ভব। দুর্নীতিপরায়ণ ও অদক্ষ প্রশাসন দিয়ে তা সম্ভব নয়।”
রাজধানীর হোটেল রূপসী বাংলায় বিশ্ব ব্যাংকের ‘বাংলাদেশ পোভার্টি অ্যাসেসমেন্ট’ শিরোনামের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন অর্থমন্ত্রী।
অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনের সাফল্য ধরে রাখতে দেশে বিদ্যমান প্রশাসনিক কঠামো ঢেলে সাজাতে হবে বলেও এসময় অভিমত দেন মুহিত। তিনি বলেন, প্রশাসনকে স্থানীয় পর্যায়ে নিয়ে যেতে হবে।
খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, ঢাকায় বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি ইয়োহানেস যুট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অন্যান্য অর্থ বাণিজ্য আন্তর্জাতিক বাংলাদেশ শীর্ষ খবর