কালীগঞ্জের মেয়র বিএনপির লুৎফুর

কালীগঞ্জের মেয়র বিএনপির লুৎফুর

সারওয়ারুল হক – কালীগঞ্জ (গাজীপুর)  প্রতিনিধি: কালীগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচনে পৌর মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী মো. লুৎফুর রহমান। তিনি পেয়েছেন
১৬,২৪৪ ভোট। প্রায় ৮ হাজার ভোটের ব্যবধানে তিনি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. আমজাদ হোসেন স্বপন পেয়েছেন ৮৪০৬ ভোট। মো. লুৎফর রহমান চশমা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। ৩০ হাজার ৪শ’ ৯৬ ভোটারের মধ্যে ২৪ হাজার ৬শ’ ৫০ ভোট কাস্ট হয়। গতকাল সকাল ৮টা থেকে ৯টি ওয়ার্ডে ১৫টি কেন্দ্রের ৮০টি কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। যা বিকাল ৪টার মধ্যে শেষ ও গণনা শুরু হয়। পৌরসভার বিভিন্ন পয়েন্টে র‌্যাব, পুলিশ ও আর্মড পুলিশের সমন্বয়ে গঠিত স্ট্রাইকিং ফোর্স মোতায়েন ছিল। ২টি ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট টিম সার্বক্ষণিক সকল কেন্দ্রে টহলরত ছিল। পাশাপাশি ১৬ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৬টি মোবাইল কোর্ট প্রতিটি কেন্দ্রে কাজ করে। উল্লেখ্য, বিগত ২০১০ সালের নভেম্বরে কালীগঞ্জ ইউনিয়নকে পৌরসভা ঘোষণা করা হয়েছিল। অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গতকাল কড়া নিরাপত্তার মধ্যে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে কালীগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচন।

অন্যান্য জেলা সংবাদ বাংলাদেশ শীর্ষ খবর