আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম দাবি করেছেন, বিএনপি আগামীতে নির্বাচনে যেতে বাধ্য।
কামরুল ইসলাম বলেছেন, নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে সুষ্ঠু নির্বাচনে দলীয় সরকার বাধা নয়। তাই আগামী নির্বাচন তত্ত্বাবধায়কের অধীনে হবে না। সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অধিনে হবে।
বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।
সিটি নির্বাচন প্রসঙ্গে কামরুল ইসলাম বলেন, এ পরাজয়ে হতাশ কিংবা ভীত হওয়ার কারণ নেই। আমাদের এ পরাজয় থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের কর্ম পরিকল্পনা ঠিক করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সহ-সভাপতি মুকুল চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন, মোহাম্মদ জামাল প্রমুখ।